জেলা প্রতিনিধি।।বান্দরবান।।
বান্দরবানের লামা বন্যহাতির আক্রমণে মো. কালু (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি সরই ইউনিয়নে ইছহাক মেম্বার পাড়ায় একটি পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করতেন।
আজ শনিবার ভোরে সরই ইউনিয়নের ইছহাক মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সরই ইউনিয়ন পরিষদ সদস্য মো. নাছির উদ্দিন।
তিনি জানিয়েছেন, আগুনের কুন্ডলি জ্বালিয়ে বাড়ি ঘর পাহারা দিয়েও হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। ঘরের দরজা জানালার পাশে পাহারাদারের মতো দাঁড়িয়ে থেকেও ঘর ভাঙা শুরু করে হাতিগুলো। পরে ঘরে থাকা ধান চাল খেয়ে ফেলে। এখনো হাতিগুলো ওই এলাকায় অবস্থান করছে।
নিহত মো. কালু কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা আক্কেল আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, পাহাড়ে খাদ্য সংকট দেখা দেওয়ায় বন্যহাতির পাল লোকালয়ে খাবারের সন্ধানে প্রায় হানা দিচ্ছে। গহীন পাহাড় থেকে একদল বন্যহাতি মেম্বার পাড়ায় আক্রমণ করে হাতিগুলো ধান চালের খোঁজে একটি খামার ঘরে ঢুকে পড়ে। ঘরে ঘুমে থাকা মো. কালু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক মো. কালুকে মৃত ঘোষণা করেন।
লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ. কে. এম আতা এলাহী জানান, হাতির আক্রমণে মো. কালু নামের এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় তদন্ত করে ক্ষতিগ্রস্তকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদত হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে লামা হাসপাতালে আনা হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com