

উপজেলা প্রতিনিধি, লামা:
কক্সবাজারের সদরের উত্তরণ আবাসিক এলাকায় যুবদল নেতা সাইফুল ও ফারুককে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার দিনগত রাতে (১৯ ডিসেম্বর) পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার মিরজিরি এলাকাস্থ মাতামুহুরি রিভার ভিউ রিসোর্ট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কামরুল হাসান বাবু (২৬), ইমরান উদ্দিন খোকা ওরফে আরিয়ান খোকা (২৫), আব্দুল কাইয়ুম (৩৩), মো. সাকিব (২০) এবং মাসুদ হাসান বকুল (১৮)। তাদের সবার বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকায়।
দুই যুবদল নেতাকে গুলির ঘটনায় ৫জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন,গত ৯ ডিসেম্বর রাতে শহরের কলাতলী এলাকায় দুর্বৃত্তরা যুবদল নেতা সাইফুল ও ফারুককে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর থেকে তারা মাতারমুহুরি রিভার ভিউ রিসোর্টে আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com