

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের পাগলীর আগা এলাকায় অবৈধ ইটভাটায় অভিযান চালাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিক ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় বিজিবি ও পুলিশের ১৫ সদস্য আহত হয়েছেন। প্রায় ৫০ জনের অধিক শ্রমিক আহত হয়েছেন বলেও জানা গেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে লামা ফাইতং এলাকার ইটভাটার অভিযানে গেলে চকরিয়া-মানিকপুর সড়কের পাহাড়তলী এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
ঘটনাস্থলে শ্রমিক ও স্থানীয়রা জানান, অভিযানের সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নারী ও শিশুসহ প্রায় ৫০ জন শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে ২০ জনের বেশি আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অভিযান চলাকালে বেশ কয়েকজনকে আটক করা হয়।
পুলিশ ও উপজেলা প্রশাসন জানায়, সংঘর্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবির মোট ছয়টি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ইটভাটার ৫ শ্রমিককে আটক করা হয়েছে। এ ঘটনায় বিজিবি ও পুলিশের অন্তত ১৫ সদস্য আহত হয়েছেন।
পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের বিশেষ অভিযানে নেতৃত্ব দেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম। অভিযানে আরও উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর হাফিজ, সহকারী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ এবং লামা থানার ওসি তোফাজ্জল হোসেন। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তোফাজ্জল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে পাঁচ শ্রমিককে আটক করা হয়েছে। ঘটনাস্থল যেহেতু চকরিয়া থানার আওতায় তাই আটককৃতদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সহকারী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ বলেন, "ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিরাপত্তা বাহিনীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। অনেকেই আহত হয়েছেন।"
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, "হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলামসহ আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা ইটভাটায় অভিযান পরিচালনা করতে গেলে স্থানীয় লোকজন ও শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সরকারি ছয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং পুলিশ ও বিজিবির ১৫ সদস্য আহত হন। ফোর্স ব্যবহার না করার নির্দেশ থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন পিছিয়ে আসে।"
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com