আরাফাত হোসেন বেলাল, লংগদু।।
রাঙ্গামাটির লংগদুতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তর,আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক,এনজিও এবং সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীর পেশার ব্যক্তিবর্গ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাঙামাটি লংগদু উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে নির্মিত স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ৭১’র রনাঙ্গনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ুব আলী কে সাথে নিয়ে স্বাধীনতা সোপানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কফিল উদ্দিন মাহমুদ।
এরপর মহান বিজয় দিবস উপলক্ষে লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মিনহাজ মুর্শিদ,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু নাছির,লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, জামায়াতের আমির নাছির উদ্দিন, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ,লংগদু প্রেসক্লাবের সভাপতি এবি এস মামুন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী এক বর্ণাঢ্য বিজয় মেলার আয়োজন করা হয়। উপজেলা পরিষদে মাঠে আয়োজিত মেলায় ৫০টি স্টলে পিঠা-পুলি,কৃষিপণ্য,হস্তশিল্প এবং সরকারি সেবা প্রদর্শন ও বিতরণ করা হয়।
এর মধ্যে রয়েছে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের খেলাধুলা ছারাও মনোজ্ঞ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে । এতে স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহান বিজয় দিবসের এই আয়োজন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সম্পর্কে আরও সচেতন করবে এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com