
আরাফাত হোসেন বেলাল।।লংগদু।।
রাঙামাটির লংগদু উপজেলায় বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি বিভাগ।
সোমবার (১ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সেনা মৈত্রী বিদ্যানিকেতন স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ সৌরভ সেন,লংগদু হর্টিকালচার সেন্টার, উদ্যানতত্ত্ববিদ অফিসার আসিফ মাহমুদ সহ ,ভেটেরিনারি সার্জন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন খামার মালিক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, “দুধ শুধু একটি খাদ্যই নয়, এটি একটি পরিপূর্ণ পুষ্টির উৎস। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এবং সব বয়সী মানুষের সুস্থতায় দুগ্ধজাত পণ্যের গুরুত্ব অপরিসীম।” তাঁরা আরও বলেন, দেশের দুধ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত খামারিদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দুধ সরবরাহ করা হয়।
প্রসঙ্গত, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) ঘোষিত ১ জুন বিশ্বব্যাপী বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে পালিত হয়ে থাকে, যার লক্ষ্য হলো দুধ ও দুগ্ধজাত পণ্যের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করা।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com