
আরাফাত হোসাইন।। লংগদু।।
রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই ৫ নম্বর ওয়ার্ডে বসতবাড়িতে ফলবাগান স্থাপন ও কারিগরি দিকনির্দেশনা নিয়ে কৃষক প্রশিক্ষণ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ জুন) “বছরব্যাপী ফলের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প”-এর আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে লংগদু হর্টিকালচার সেন্টার।
প্রশিক্ষণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ অফিসার আসিফ মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী উদ্যান কর্মকর্তা জনাব নাসির উদ্দিন এবং অন্যান্য কৃষি কর্মকর্তারা।
প্রধান আলোচক আসিফ মাহমুদ তার বক্তব্যে বলেন,“ পাহাড়ি গ্রামীণ অর্থনীতির উন্নয়নে এবং কৃষকদের স্বাবলম্বিতা বৃদ্ধিতে ড্রাগন, বড়ই, জলপাই, মালটা প্রভৃতি ফল চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগ লংগদুতে বিস্তৃত কর্মসূচি হাতে নিয়েছে। যথাযথ পরিকল্পনায় পাহাড়ি জমিগুলো ব্যবহারের মাধ্যমে কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ৬০ থেকে ৭০ জন কৃষক-কৃষাণীকে হাতে-কলমে চারা উৎপাদন, বাড়ির আঙিনায় ফলদ গাছের (যেমন আম, লিচু, পেঁপে, বড় ইত্যাদি) চাষ, সারা বছরের পরিচর্যা, সার ব্যবস্থাপনা ও রোগবালাই নিয়ন্ত্রণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
আলোচনা শেষে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com