আরাফাত হোসেন বেলাল।। লংগদু।।
প্রেক্ষাপট পরিবর্তনের পর রাঙামাটির লংগদু উপজেলা বিএনপি’র বর্ধিত সভায় না বলা অনেক কথা বললেন নেতারা। বর্তমান দায়িত্বশীলদের কেউ দিলেন ধন্যবাদ, কেউ করলেন সমালোচনাও। তবে দিনশেষে লংগদু উপজেলা বিএনপিকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন জেলা বিএনপির নেতাকর্মী। একই সঙ্গে মাঠ পর্যায়ের নেতাদের মূল্যায়ন এবং বিতর্কিতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। আর এসব বিষয় পর্যালোচনা করেন লংগদু উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা । নেতাকর্মীরা অনুভব করেছেন তৃণমূলের সঙ্গে তাদের সম্পর্ক আরও জোরদার করতে হবে। তৃণমূল থেকে দলকে শক্তিশালী করতে আরেকবার তারা কার্যক্রম শুরু করতে চাচ্ছেন।
শনিবার ( ১৬ নভেম্বর) সকাল ১১ টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ আব্দুল হালিমের সঞ্চালনায়, সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ- সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সস্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি আবু নাছির সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।
এসময়ে বর্ধিত সভায় আলোচনাকালে বক্তারা বলেন, বিগত ১৬ বছরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নির্যাতন আর জুলুমের মধ্য দিয়ে পার করেছেন। তারপরেও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ভেঙ্গে পড়েনি। আগামীর শান্তি সম্প্রীতির একটি বাংলাদেশ গড়তে, দলকে এবং দলের নেতা কর্মীদের নিয়ে বর্ধিত সভা করা হচ্ছে। তারা বলেন বিএনপি কখনো হিংসার রাজনীতি করেনা।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com