

আরাফাত হোসেন বেলাল।। লংগদু।।
রাংগামাটির লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বুধবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী হল রুমে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট এর আজীবন সদস্য শাহ আলম মুরাদ, এম এ হালিম, আরজ হোসেন সুমন সহ রেডক্রিসেন্ট এর ভারপ্রাপ্ত ইউনিট লেভেল অফিসার বনিক রাসেল,ফিল্ড অফিসার মেজবা উদ্দিন সহ উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট রাংগামাটি ও লংগদু উপজেলা শাখার অন্যান্য দায়িত্ব শীল সদস্যরা।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com