আরাফাত হোসেন বেলাল।।লংগদু।।
আজ বুধবার সকালে (১৫ জানুয়ারি) পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি লংগদু উপজেলা শাখার উদ্যোগে মাইনী ইউপি'র ৫নং সোনাই এলাকায় শীত বস্ত্র বিতরণ করা হয়৷
পিসিসিপি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় ও পিসিসিপি'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও হাবিব আজম ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ এর সহযোগিতায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ধারাবাহিক ভাবে প্রায় শতাধিক পরিবারের মাঝে শীত বস্ত্র প্রদান করেন।
শীত বস্ত্র বিতরন কালে প্রধান অতিথি পিসিসিপি'র কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাঃ রাসেল মাহমুদ বক্তব্য বলেন,আমাদের সংগঠনটি ছাত্র সংগঠন হলেও সামাজিক কার্যকলাপ সবসময় করে আসছে। বিগত সময়ে লংগদুর বাসিন্দা চবির এক শিক্ষার্থীর পড়াশুনার সকল খরচের দায়িত্ব (পিসিসিপি) নিয়েছে, যা এখনো বহাল আছে। শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আর্থিক ও অন্যান্য সহযোগিতা করে আসছে পিসিসিপি,বিনামূল্যে বই বিতরণ,শিক্ষা সামগ্রী বিতরণ সহ নানান সামাজিক কর্মকান্ড করছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি,তিন জেলা সহ প্রত্যেক বিশ্ববিদ্যালয় ও মহানগর গুলোতে সামাজিক কার্যক্রম চলমান আছে। পিসিসিপি পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষকে সমান চোখে দেখে, সমান ভাবে অগ্রধিকার দিয়ে থাকে। পিসিসিপি চাকমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মাঝেও আজ শীতবস্ত্র বিতরণ করেছে।
এসময় আরো উপস্থিত ছিলেন পিসিসিপি লংগদু উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা,সহ সাংগঠনিক সম্পাদক আর এস বাবু,প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com