আরাফাত হোসেন বেলাল।।লংগদু।।
রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল লংগদু উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (৩০নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা মহিলা দলের সভানেত্রী শুকতারা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা বিবি কুলসুমা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু নাছির এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভানেত্রী নুর জাহান বেগম (পারুল)।
এতে বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, মহিলা দলের জেলা সাধারণ সম্পাদিকা সালেহা বেগম, সাংগঠনিক সম্পাদিকা বাবলি ইয়াছমিন, উপজেলা যুবদলের আহবায়ক জানে আলমসহ উপজেলা ও ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান বক্তা নুর জাহান পারুল বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ গড়া সৈনিক, তারই ধারাবাহিকতায় আমরা পেয়েছি আপোষহীন একজন নারী নেত্রী বেগম খালেদা জিয়া, পার্বত্য অঞ্চলের মানুষের একমাত্র ভরসা ছিলো শহীদ জিয়াউর রহমান। বক্তারা আরো বলেন গত ষোলো বছরে ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের অবসান হয়েছে হাজারো ছাত্রজনতার রক্তের বিনিময়ে। লংগদু আমার মনে হয় প্রথম কোনো বড় প্রোগ্রাম, আর বিগত দিনে যে জুলুম নির্যাতন সয়েছি তা কখনো ভুলার মত নয়। আজ আমরা যেখানে বসবাস করছি এর অবদান শহীদ জিয়াউর রহমানের, তিনি যদি পার্বত্য অঞ্চল ধরে না রাখতো, এতোদিনে পার্বত্য অঞ্চল সেভেন সিস্টার্স হয়ে যেত, তাই সামনে আমাদের নির্বাচন ঐক্যবদ্ধ হয়ে মহিলা দলের গ্রামে, গঞ্জে কাজ করে যেতে হবে, এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মহিলা দলের ভূমিকা রাখতে হবে৷ পার্বত্য অঞ্চলের নারীদের উন্নয়নে কাজ করে গেছেন শহীদ জিয়াউর রহমান। তাই নারীদের উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্যে জেলা উপজেলায় মহিলা নেতৃবৃন্দদের কাজ করে যাওয়ার আহবান জানাচ্ছি।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com