

নিজস্ব সংবাদদাতা।।রোয়াংছড়ি।।
বান্দরবানের রোয়াংছড়িতে প্রেস ক্লাবের নবগঠিত কমিটিতে বাংলাদেশ বেতার বান্দরবান বেতার কেন্দ্রে রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি চহ্লামং মারমা সভাপতি এবং দৈনিক ভোরের কাগজ ও দৈনিক পূর্বকোণ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি সাথোয়াইঅং মারমা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।
গত মঙ্গলবার (২২ অক্টোবর ২৪ইং) রোয়াংছড়ি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে পুরানো কমিটির নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রেসক্লাবের উপস্থিত সকল প্রিন্টস ইলেক্ট্রনিক সাংবাদিকদের সম্মতিক্রমে নতুন কমিটির গঠন করা হয়।
এসময় অনুষ্ঠানে পুনরায় নব নির্বাচিত সভাপতি চহ্লামং সভাপতিত্বে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বেসরকারি ইনভেস্টমেন্ট টেলিভিশনের প্রতিনিধি মংখিং মারমা, ডেলি মেসেঞ্জার পত্রিকার প্রতিনিধি হ্লাছোহ্রী মারমা, মংক্যাইনু মারমা প্রমুখ।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com