হ্লাছোহ্রী মারমা।।রোয়াংছড়ি।।
"করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে রেখে বান্দরবানে রোয়াংছড়িতে জীবন বীমা কর্পোরেশনের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষকে নিয়ে সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় রোয়াংছড়ি উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার মো: আতিকুল মামুন সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কিম আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, উনুমং মারমা, বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, চনুমং মারমা ও সরকারি সকল কর্মকর্তাবৃন্দ।
এসময়ে উপজেলা নিবার্হী অফিসার মো. আতিকুল মামুন মত বিনিময় শেষে সর্বস্তরের মানুষকে নিয়ে পেনশন স্কিমে নিবন্ধনের জন্য একটি হেল্প দেখ উদ্বোধন করা হয়। উপজেলা চত্বরে রোয়াংছড়ি উপজেলার যে কোন ব্যক্তি নির্ধারিত কাগজপত্র নিয়ে সার্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন প্রক্রিয়া সম্পাদন করতে পারবেন।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com