রোয়াংছড়ি প্রতিনিধি।।
"ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল সম্প্রীতির মিছিলে বান্দরবান, ক্রীড়ার ঐতিহ্য ফিরে আসুক বান্দরবান" এই শ্লোগানকে ধারণ করে সম্মিলিত বান্দরবান ক্রীড়া পরিষদের উদ্যোগ ও বান্দরবান সেনা রিজিয়ন সদর দফতরে পৃষ্ঠপোষকতায় উপজেলা ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার বিকালে রোয়াংছড়ি উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মো. আজহারুল ইসলাম বাবুল সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বান্দরবান জোন কমান্ডার লে: কর্ণেল এ.এস.এম মাহমুদুল হাসান (পিএসসি)।
এই টুর্নামেন্টের ৭টি উপজেলার মোট ১১টি দল অংশগ্রহণ করে ছিলেন। তার মাধ্যে লাইমি পাড়া রাইজিং স্পোটিং ক্লাব ও আলী কদম চৌমহনী ফাইনালে উঠে।
তাছাড়া বাংলাদেশ পুলিশ বান্দরবান জেলা মহিলা দল ও টিম ওয়ান বান্দরবান দল ফাইনাল খেলা অংশ নিয়ে ২ ও ১ ব্যবধানের টিম ওয়ানকে পরাজিত করেন মহিলা পুলিশ দল এবং ২ ও ১ সেটি লাইমি পাড়া রাইজিং স্পোটিং ক্লাবকে পরাজিত করে আলী কদম দুরন্ত চৌমহনী চ্যাম্পিয়ন হয়েছে।
অনুষ্ঠানে রোয়াংছড়ি সাব জোনের কমান্ডার মেজর এস এম ইয়াসিন আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, রোয়াংছড়ি প্রেসক্লাবের সভাপতি চহ্লামং মারমা, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, বান্দরবান জেলা তাঁতী দলে সভাপতি শ্যামল তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা বিএনপি (ভারপ্রাপ্ত) সভাপতি মংহাইনু মারমা, সাধারণ সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ্যা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিম, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক থুইসিংপ্রু লুবু, সদস্য সচিব রাজেশ দাশ প্রমূখ।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com