রোয়াংছড়ি প্রতিনিধি।।
রোয়াংছড়ি উপজেলায় ৪নং নোয়াপতং ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কমিটি’র উদ্যোগে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠান আন্তাহা পাড়া বাজার মাঠে অনুষ্ঠিত হয়।
রবিবার (২২ ডিসেম্বর ২৪) আয়োজিত সভায় ৪নং নোয়াপতং ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক পুশৈচিং মারমা সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৪নং নোয়াপতং ইউনিয়ন বিএনপি সভাপতি চিত্র মোহন চাকমা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি’র সভাপতি মাম্যাচিং মারমা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন তুষার, রোয়াংছড়ি উপজেলা বিএনপি (ভারপ্রাপ্ত) সভাপতি মংহাইনু মার্মা, বান্দরবান সদর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি মেম্বার মংচিংসা মার্মা, বান্দরবান সদর উপজেলা বিএনপি সদস্য সচিব চনুমং মারমা, রোয়াংছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাওসেতুং তংঞ্চঙ্গ্যা।
বিএনপি'র সভাপতি মাম্যাচিং বক্তব্যে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক নেতৃত্বে দেশ মেরামতের ৩১ দফা জাতির সামনে বাস্তবায়নের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো বিএনপি'র উদ্যোগে ৪নং নোয়াপতং ইউনিয়নের সচেতনতামূলক সমাবেশ করা হয়েছে। এ সমাবেশের মাধ্যমে সাধারণ জনগণ ধানের শীর্ষে ভোট দিতে শতভাগ সচেতনতা বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, বিগত দীর্ঘ বছর ধরে আওয়ামী লীগ সরকার শাসনামলে দেশের মানুষ বাগ স্বাধীনতা ছিলনা। যারা আওয়ামী লীগ সরকার বিরুদ্ধে কথা বলতে চাচ্ছে তাদের জিম্মি করে রেখেছে। তাছাড়া ব্যাপক দুর্নীতি ও লোপট করে গেছে বলে মন্তব্য করেন। জাতির উন্নতি হতে হলে শিক্ষা কোন বিকল্প নাই, রাজনীতি করতেও শিক্ষা দরকার। আগামীতে জাতীয় নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দলের প্রতীক ধানের শীর্ষে ভোট দেওয়ার পরামর্শে দেন।
এসময় সমাবেশ অনুষ্ঠানের বিএনপি অঙ্গসহযোগি সংঠনের নেতা কর্মীসহ ১২ শতাধিক নর-নারী এবং এলাকার কারবারী, গণ্যমান্য ব্যক্তিবর্গগণসহ সমবেশের অংশগ্রহণ করেন।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com