রোয়াংছড়ি প্রতিনিধি।।বান্দরবান।।
বান্দরবানের রোয়াংছড়িতে মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য চাষিদের নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা পরিষদ সভা মিলনায়তনের অনুষ্ঠিত হয়।
বুধবার (৩১জুলাই) অনু্ষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানজিনা জাহান, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. পারভেজ আলী, কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অংসাজাই মারমা, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মোহন দাশ গুপ্ত।
এছাড়া উপজেলা ৪টি ইউনিয়নের অর্ধশতাধিক মৎস্য জীবী ও ব্যবসায়ীসহ মৎস্যচাষিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভার শেষে মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮। ইমেইল : rumabarta23@gmail.com