

নিজস্ব প্রতিবেদক।।রোয়াংছড়ি।।
বান্দরবানের রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে জেলা বিএনপি সভাপতি মাম্য্যাচিং মারমা ও সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা নেতৃত্বে রোয়াংছড়ি উপজেলা জেলা বিএনপি উদ্যোগে রোয়াংছড়ি থানার সংলগ্ল মাঠে নগদ আর্থিক সহায়তা ও গৃহস্থলী প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।
সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর শনিবার বেলা সাড়ে ৩টা দিকে আলেক্ষ্যং ইউনিয়ন ২নং ওয়ার্ড লক্ষ্মী চন্দ্র পাড়া বাসিন্দার প্রিয়তন তঞ্চঙ্গ্যা ছেলে সাধান কুমার তঞ্চঙ্গ্যা ও দেবী তঞ্চঙ্গ্যা বসত ঘর সম্পূর্ণ অগ্নিকান্ডের ঘটনা ভস্মিভূত হয়। ফলে নি:স্ব ও সহায় পরিবারদের মাঝে উপজেলা বিএনপি কমিটি এর পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা ও গৃহস্থলী প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর ২৪ইং) ত্রাণ বিতরণ অনুষ্ঠানের উপজেলা বিএনপি সভাপতি (ভারপ্রাপ্ত) মংহাইনু মারমা সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ সভাপতি ও কারবারী রবিসেন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ্যা,যুগ্ন সাধারণ সম্পদক চিত্ত রঞ্জন তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক গান্ধীলাল তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক ক্রয়সিংমং মারম, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মংক্যউ মারমা, মংকোয়াইচিং মারমা, ছাত্রদলের সভাপতি উত্তম তঞ্চঙ্গ্যা, যুবদলে সভাপতি লুপ্রুমং মারমাসহ ওয়ার্ড, ইউনিয়ন থেকে তৃমুল পর্যায়ের বিএনপি অঙ্গসহযোগি সংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com