স্টাফ রিপোর্টার:
বান্দরবানের রুমা উপজেলার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রুমা সাঙ্গু সরকারি কলেজে এবারের পরীক্ষার ফলাফল ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চলতি শিক্ষাবর্ষে কলেজটির ১শত-২৫ জন শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশ নিলেও,পাস করতে পেরেছে মাত্র ৮ জন। পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৬.৪০ শতাংশ, যা রুমাসহ সমগ্র পার্বত্য অঞ্চলের শিক্ষা বাস্তবতায় এক হতাশাজনক দৃষ্টান্ত।
ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই একে শিক্ষার মানের অবনতির ভয়াবহ ইঙ্গিত হিসেবে দেখছেন। কেউ কেউ দুষছেন শিক্ষক সংকটকে, আবার কেউবা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অনাগ্রহকেই দায়ী করছেন।
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন,আমরা সন্তানের ভবিষ্যতের জন্য অনেক ত্যাগ স্বীকার করি। কিন্তু এমন ফলাফল সত্যিই মেনে নেওয়া কঠিন। কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
‘ক্লাস না করার সংস্কৃতি’ ও শিক্ষক সংকট দায়ী — অধ্যক্ষ
রুমা সাঙ্গু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ছোলজার রহমান জানান, "শিক্ষার্থীদের মধ্যে ক্লাসে অনুপস্থিত থাকার প্রবণতা বেড়েই চলেছে। আমরা বারবার সচেতন করলেও তারা নিয়মিত ক্লাসে আসে না। ছয় মাসেও অনুপস্থিত এমন শিক্ষার্থীও রয়েছে অনেক।"
তিনি আরও জানান, কলেজটিতে কমপক্ষে ১৫-১৬ জন শিক্ষকের প্রয়োজন হলেও বর্তমানে রয়েছেন মাত্র ৯ জন শিক্ষক। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হলেও এখনও কোনো সাড়া মেলেনি বলে জানান তিনি।
শিক্ষার মানোন্নয়নে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা কলেজের শিক্ষকরা মনে করছেন, শিক্ষার মান উন্নয়নে প্রয়োজন পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, আধুনিক শিক্ষাপদ্ধতি, নিয়মিত শ্রেণিকক্ষ কার্যক্রম, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষায় প্রযুক্তির ব্যবহার।
পার্বত্য এলাকার শিক্ষাব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও অভিযোগ রয়েছে। রুমা সাঙ্গু সরকারি কলেজের এই চাঞ্চল্যকর ফলাফল সেই বাস্তবতাকেই আরও জোরালোভাবে সামনে এনে দিল। এখন প্রয়োজন কার্যকর উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com