স্টাফ রিপোর্টার।।রুমাবার্তা।।
বান্দরবানে রুমা উপজেলায় একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নতুন স্কুল ভবনে ২তলায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. হেলাল উদ্দিন। অনুষ্ঠানে পরীক্ষাথীর্দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরে ছিলেন আয়োজনে প্রধান অতিথি প্রাণী সম্পদ কর্মকর্তা সুকান্ত দে।
শুরুতে, জাতীয় সঙ্গীত ও উদ্ধোধনী নৃত্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপরই বিদায়ী ও নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন নেয় স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা।
এরপরই বিদ্যালয়ের শুভ ত্রিপুরা বিদায়ী পরীক্ষার্থী ও নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, এ বিদায় চির বিদায় নয়, এ বিদায় নতুন জায়গা ও উচ্চতর শিক্ষা গ্রহণের।
পরে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ, উপহার প্রদান ও দুপুরের খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. সাইফুল আজম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রবংশ অনাথআলয়ের পরিচালক উ.নাইদিয়া ভান্তে, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল আজিজ, রুমাবার্তা নিউজ পোর্টালে নির্বাহী সম্পাদক মংহাইথুই মারমাসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com