

ডেক্স রিপোর্ট:
বান্দরবানের রুমা উপজেলায় ১৫০ জন কোমলমতি শিক্ষার্থীর অংশগ্রহণে সাংবাদিকতা বিষয়ক একদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সংবাদ সংগ্রহ, লেখা, নৈতিকতা ও গণমাধ্যম সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে আয়োজন করা হয় এ কর্মশালাটি।
আজ বুধবার (১৯ নভেম্বর) মুননোয়াম পাড়া বিডি-০৫১৪ পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে প্রকল্পের উপকারভোগী যুবাদের নিয়ে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় বক্তারা জানান, আধুনিক বিশ্বে সংবাদমাধ্যম শুধু তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যম নয়, বরং শিক্ষার্থীদের জ্ঞান বিকাশ ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধিরও অন্যতম হাতিয়ার। শৈশবেই সাংবাদিকতার প্রাথমিক ধারণা অর্জন করলে তারা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।
দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন রুমাবার্তা ডটকম এর নির্বাহী সম্পাদক ও দৈনিক সাঙ্গু পত্রিকার জেলা প্রতিনিধি মংহাইথুই মারমা।
প্রকল্পের ব্যবস্থাপক জনসন বম, হিসাব রক্ষক রুয়াল সিং বম ও সমাজকর্মী দৌজুয়াল থাং বমসহ কর্মশালায় আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা এমন উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিতভাবে এ ধরনের কর্মশালা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। শিক্ষার্থীরাও কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সাংবাদিকতার বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com