
স্টাফ রিপোর্টার।।রুমাবার্তা।।
বান্দরবানে রুমা উপজেলায় অসহায় দুস্থ দেড় শতাধিক মানুষের মাঝে রুমা সেনা জোনের উদ্যোগে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছে সুদৃড় ৩৬ বীর।
রবিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উপহার বিতরণ করেন ৩৬ বীরের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আলমগীর হোসেন, পিএসসি।
এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, নুডুলস,চাল,ডাল,তেলসহ আরও বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এই উপহার পেয়ে সুবিধাভোগীদের চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের ঝিলিক। অভাবের কারণে যাদের পক্ষে ঈদের প্রস্তুতি নেওয়া কঠিন ছিল,তাদের জন্য সেনাবাহিনীর এই সহায়তা যেন ঈদের আনন্দেরই আরেক নাম হয়ে ওঠে।
বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা নিশ্চিত করেই থেমে থাকে না,বরং সাধারণ মানুষের পাশে দাড়িয়ে তাদের জীবনমান উন্নয়নের ভূমিকা রাখে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মতো অঞ্চলগুলোতে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এবং দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে তারা নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে রুমা সেনা জোন এবার উপজেলার দেড় শতাধিক দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে।
ঈদ উপহার বিতরণ শেষে রুমায় সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন ,পিএসসি বলেন,আমরা শুধু ঈদ নয়,সারাবছরই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। রমজান মাসজুড়ে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি এবং অন্তত পাঁচ শতাধিক এতিম শিশুর জন্য ইফতার ও দোয়ার আয়োজন করেছি। আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com