স্টাফ রিপোর্টার।।
বান্দরবানের রুমা উপজেলায় রেমাক্রী প্রাংসা ইউনিয়নে সীমান্তবর্তী সুনসং পাড়ার ২৪০জন রোগীদের মাঝে সদর দপ্তর ২৪পদাতিক ডিভিশনের বান্দরবান রিজিয়নের অধীস্থ ৭ফিল্ড এ্যাম্বুলেন্স কর্তৃক ১৬ ইস্ট বেঙ্গল এর সুনসং পাড়ার আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. মেসবাহ উদ্দিন সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এর পাশাপাশি এই সকল দুঃস্থ রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে সুনসং পাড়া গির্জার ভিতরে এই চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চিকিৎসা প্রদানকালে ৭ফিল্ড এ্যাম্বুলেন্সে অধিনায়ক লে. কর্নেল সরফরাজ হায়দার, মেজর রিফাত বিনতে আলম, মেজর লুবনা ইয়াসমিন, মেজর শাহরীন জাহান প্রধান ও রুমা জোনের আরএমও ক্যাপ্টেন মো. সোহাগ মিয়া সজীবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রাপ্ত রোগী এবং এলাকার মানুষজন বাংলাদেশ সেনাবাহিনীর মানব কল্যাণমূলক এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
ভবিষ্যতেও প্রত্যন্ত অঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ এই মেডিকেল ক্যাম্পেইন চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জানানো হয়।
তারা আরো জানান, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকায় আদিবাসী সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরালসভাবে কাজ করে যাবে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com