উবাসিং মারমা।।রুমা।।
ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পর্যাটন এলাকা, রুমাবার্তা ডটকম অনলাইন নিউজ পোর্টালের স্থায়ী কার্যালয়সহ উপজেলা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বান্দরবানে রুমা উপজেলার এনজিও সংস্থা আশিকা ডেভেলপমেন্ট বাস্তবায়নের ৩১টি ডাস্টবিন প্রদান করা হয়েছে।
[caption id="attachment_5519" align="alignnone" width="300"] ধর্মীয় প্রতিষ্ঠানে ডাস্টবিন প্রদানকালে চিত্র। রুমাবার্তা[/caption]
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকালে বিএসআরএম অর্থায়নে আশীকা অফিসে ডাস্টবিন বিতরণ করেন এডাব্লিওএলআই প্রকল্পের প্রকল্প সমর্থনকারী মিন্টু চাকমাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীরা প্রমূখ।
[caption id="attachment_5520" align="alignnone" width="300"] শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন প্রদানকালে। ছবি: রুমাবার্তা[/caption]
প্রকল্পের সমর্থনকারী মিন্টু চাকমা বলেন, রুমা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব আপনার আমার সকলের ,রুমা উপজেলা ইতিহাস ঐতিহ্য এবং সৌন্দর্য ধরে রাখতে এসব ময়লার ঝুড়ি সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এসময় উপজেলার সকল নাগরিক ও ব্যবসায়ীদের পরিচ্ছন্নতা আইন রক্ষায় এগিয়ে আসারও অনুরোধ জানান।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com