ডেক্স রিপোর্ট:
বান্দরবানে রুমা উপজেলায় পাইন্দু ইউনিয়নের তিনটি গ্রামে যৌথ বাহিনীর উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৭ আগস্ট) সকালে পাইন্দু হেডম্যান পাড়া চেয়ারম্যান উহ্লামং মারমা সভাপতিত্বে মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোনে কমান্ডার মো: আলমগীর হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সোহরাওয়ার্দী, অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উ. নাইদিয়া ভান্তে, হেডম্যান, মেম্বার, করবারি ও নারী-পুরুষসহ আরো অনেকে।
সংশ্লিষ্ট গোয়ান্দা সূত্রে জানা গেছে, পাইন্দু ইউনিয়নের পাইন্দু হেডম্যান পাড়ায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছিল। এ ধরনের কুকর্ম সাথে ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডে সাথে জরিত না থাকার জন্য তংমক পাড়া, আলেচু পাড়া ও পাইন্দু হেডম্যান পাড়ার তিনটি পাড়ার গ্রামবাসীকে একত্রিত করে যৌথ বাহিনীর সমন্বয়ে এক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা।
মতবিনিময় সভায় গ্রামবাসিদের উদ্দেশ্যে রুমা জোন কমান্ডার মো. আলমগীর হোসেন বলেন, গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব গ্রামবাসীদের, এক অপরের সাথে সু-সম্পর্ক রাখার অতি জরুরি, কোন বিশৃঙ্খলা হলে প্রশাসনের সহযোগিতা নিয়ে কাজ করবেন, তাহলে খুন, ধর্ষণ ও মারামারি থেকে দূরে থাকবে।
তিনি আরো বলেন, আমরা আপনাদের পাশে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। মাসিক সভা শেষে গ্রামবাসীর কাছে একটি মাত্র উপদেশ দিয়ে গেছেন পাইন্দু হেডম্যান পাড়া ধর্ষিত শিক্ষার্থী ও তার পরিবারকে সহযোগিতা দিয়ে সবাই পাশে থাকবেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com