
স্টাফ রিপোর্টার।।রুমাবার্তা।।
বান্দরবানের রুমা উপজেলার সদর ইউনিয়নে বেথেল পাড়ার ১১৪ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬বীরের রুমা জোন।
আজ শুক্রবার দুপুরে বিএ ৯২২২ মেজর পারভেজ রহমান জিএসও -২ আই, ৬৯ ব্রিগেড এর আয়োজনে প্রধান অতিথি থেকে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএসএস ১১৮১৫১ মেজর লুবনা ইয়াস মিন( এডিসি), মেজর রিফাত বিনতে আলম, ডা. নয়া ক্যাপ্টেন ওমর ফারুক ৩৮ ইবি, সদর ইউনিয়নে ইউপি মেম্বার বেয়াকল বম, বেথেল পাড়ার কারবারি লালমুন সাং বম ও লাললুংথাং বম প্রমূখ।
উল্লেখ্য যে, সেনাবাহিনী কর্তৃক এ ধরনের ফ্রি চিকিৎসা কর্মসূচিতে এলাকাবাসীদের মধ্যে খুশীর মনোভাব পরিলক্ষিত হয়।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com