
বার্তা রিপোর্ট।।
বান্দরবানে রুমা উপজেলায় আসন্ন মাহা ওয়াগ্যোই পোয়েঃ প্রবারণা উৎসব উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছে সম্প্রীতি প্রদর্শনের জন্য কমান্ডার ৯৭ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
বুধবার (১০ অক্টোবর) সকালে রুমা সেনা জোনের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উৎসব উদযাপন আহবায়ক কমিটি হাতেই নগদ অর্থ ৩০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ব্রিগেড মেজর মো. কামরুল হাসান, গ্রেড স্টাফ অফিসার-৩ ক্যাপ্টেন মো.মজিদুল ইসলাম মারুফসহ আরো অনেকে প্রমূখ।
এতে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাসুদ পারভেজ বলেন, বান্দরবান সম্প্রীতির জেলা, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সেনাবাহিনীর সবার জন্য কাজ করছে। তারই ধারাবাহিকতায় বৌদ্ধ ধর্মালম্বীদের আসন্ন মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ প্রবারণা পূর্নিমা উপলক্ষে সুষ্ঠভাবে পালনের স্বার্থে সম্প্রীতি প্রদর্শনের জন্য কমান্ডার ৯৭ পদাতিক ব্রিগেড কর্তৃক প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্হা আরো জোরদার করার পাশাপাশি সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করা হয়। ভবিষ্যতেও সকল ধর্মের মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com