স্টাফ রিপোর্টার।।রুমাবার্তা।।
বান্দরবানে রুমা উপজেলার কৃষক কৃষানীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুুষ্ঠিত হয়েছে আজ।
সোমবার ১২মে সকালে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টার রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর সহযোগিতায় রুমা কৃষি সম্প্রসারণ বিভাগ এ কংগ্রেস আয়োজন করে রুমা উপজেলা পরিষদ হলরুমে। এ সময় কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে রুমা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল হাসির গজনফর আলী মুখ্য আলোচক করেন।
রাঙ্গামাটি সিনিয়র মনিটরিং অফিসার রিয়াজ উদ্দিন সভাপতিত্বে বক্তব্য রাখেন ( অতিরিক্ত উপপরিচালক উদ্দ্যান) ডি এই,বান্দরবান ১নং পাইন্দু ইউনিয়নে চেয়ারম্যান উহ্লাম মারমা, সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও পার্টনার ফিল্ড স্কুলের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, অধিন ফলন উৎপাদন,প্রযুক্তি ব্যবহার,নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ,পুষ্ঠি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপড় গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com