স্টাফ রিপোর্টার:
বান্দরবানে রুমা উপজেলা পাইন্দু ইউনিয়নের-২০২৩-২০২৪ অর্থবছরের অতিরিক্ত ৬ মাসের ভিজিডি (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় সংরক্ষিত থাকা ২শ ৭০জন উপকারভোগীদের মাঝে ৪০ কেজি করে বাকি অংশ চাল আজ সকালে পাইন্দু ইউনিয়নের উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।
পাইন্দু ইউনিয়নের ১,২,৩ ও ৮নং ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। এতে চেয়ারম্যান উহ্লামং মারমা উপস্থিত থেকে সার্বিক তদারকি করে চাল বিতরণ করা হয়েছে।
বিতরণের উপস্থিত ছিলেন অগ্রবংশ অনাথ আশ্রমের নির্বাহী পরিচালক উঃ নাইন্দিয়া থেরঃ। এছাড়াও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের সদস্য মংছো মারমা, ২নং ওয়ার্ডের সদস্য গংবাসে মারমা, ৩নং ওয়ার্ডের সদস্য মংচউ মারমা, এবং ৪নং ওয়ার্ডের সদস্য মংনুথুই মারমা।
চাল বিতরণ অনুষ্ঠানে শতাধিক উপকারভোগী নারী উপস্থিত ছিলেন। সকলেই উৎসাহ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকারের এই সহায়তা কার্যক্রমের জন্য।
উল্লেখ্য,ভিজিডি (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় দারিদ্র্যসীমার নিচে বসবাসরত নারীদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ চাল বিতরণ করা হয়ে থাকে। অতিরিক্ত বরাদ্দ হিসেবে এই ৪০ কেজি চাল তাদের মাঝে বিতরণ করা হয়,যা সাময়িকভাবে অবশিষ্ট ছিল।
পাইন্দু চেয়ারম্যান উহ্লামং মারমা জানান, বাকি অংশ চাল আগামীকাল দেওয়া হবে বলে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com