বিশেষ প্রতিনিধি।।রুমা।।
দুর্যোগ ঝুঁকি হ্রাস নিরুপন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক বান্দরবানের রুমা উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কারিতাস লিন প্রকল্পের আওতায় এ সভা আয়োজন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ দিদারুল ইসলাম, উপজেলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্কতা ডা. সওগাত উল ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) শাহরিয়ার মাহমুদ রন্জু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দেবনাথ দত্ত, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্দ হাবীব উল্লাহ, রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, সহকারি শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর ও উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা চার্লিপ্রু মারমাসহ স্থানীয়রা দুুর্যোগ মোকাবেলা ও ঝুকি হ্রাস নিয়ে মুক্ত আলোচনায় তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন।
এর আগে লিন প্রকল্পের ম্যানেজার প্রভাত চন্দ্র ত্রিপুরার উপস্থাপনায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাস নিরুপনের বাস্তবায়িত কর্মকান্ড এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসের পরিকল্পনা ও গৃহিত কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা ঝুকি নিরুপন বিশেষজ্ঞ( DRRE) কর্মকর্তা মোহাম্মদ আসরাফ আলী।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com