অংবাচিং মারমা।।বার্তা প্রতিবেদক।।
বান্দরবানে রুমা উপজেলায় জেলা প্রশাসকের আগমন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ের উপজেলা প্রশাসন আয়োজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৯ সেপ্টেম্বর ) সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভায় উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের উপস্থিতিতে উপজেলা প্রশাসক মোঃ আতিকুর রহমান সঞ্চালনা মধ্য দিয়ে প্রধান অতিথির হিসেবে উপস্হিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিন।
এতে তিনি বলেন অনিয়ম ও দূর্নীতিদেরকে কোনোভাবে আশ্রয় দেওয়া যাবে না। এবং প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদেরকে উপস্থিত ও পড়াশোনা জোরদার করতে হবে এবং শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন নিজ নিজ বিদ্যালয়ের নিয়মিত উপস্থিত থাকতে হবে। মত বিনিময় সভা শেষে দু:স্হ মহিলাদের ঢেউ টিন ও গৃহমজুরী নগদ অর্থ সহায়তায় প্রদান করেন। পরে দর্শানার্থীর জন্য দৃশ্যপথ অবলোকন স্হান শুভ উদ্বোধন করেন।
পরে রুমা থানা,উচ্চ বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয়,ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তরে পরিদর্শন করা হয়েছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজেস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮। ইমেইল : rumabarta23@gmail.com