।। বিশেষ প্রতিনিধি।।
বান্দরবানের রুমায় বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জীপ গাড়ি উল্টে ৬ জন আহত হয়েছে। তার মধ্যে দুইজন গুরুতর হয়েছে জানা গেছে।
সোমবার (১০ জুন) বিকাল পৌনে পাচঁটার দিকে সদর ইউনিয়নে পলিপ্রাসাং সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন-সাংনাইক্র পাড়া বাসিন্দা ক্যসাচিং মারমা (৩৭), মংফ্রূ পাড়া বাসিন্দা বাচসিং মারমা (৩৫),মাথুই মারমা(৪৮),নুমে মারমা(৩০), অংক্যচিং মারমা (৩৪) ও পলিপ্রাংসা বাসিন্দা মাঙ ওয়াই ম্রো(২৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে রুমা বাজার থেকে যাত্রী নিয়ে জীপ গাড়িটি মংফ্রূ পাড়া দিকে যাচ্ছিল। গাড়িটি পলিপ্রাসাং সড়কে লাইরম্পি এলাকায় পৌছালে জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় আহত হয় যাত্রীবাহী ৬ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শৈমং মারমা শৈবং জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আহত ৬ জনের মধ্যে দুইজন গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বলেন, ৬জনের মধ্যে দুইজন গুরুতর আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে। মামলা প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com