উবাসিং মারমা।।রুমা।।
বান্দরবানে রুমা উপজেলা প্রশাসনে আয়োজনের উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ-১৫ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তন সভা কক্ষে আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মার্মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুমা স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্মকর্তা ডা.মোস্তফা রুবেল, রুমা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ জাহান,৪ ব্যাটালিয়ান আনসার সহকারী পরিচালক মোঃ আল আমীন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মার্মা,রুমা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুইপ্রুচিং মার্মা, রেমাক্রী প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম,রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা,অগ্রবংশ নির্বাহী পরিচালক উঃ নাইন্দিয়া থেরঃ ও উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন রুমা উপজেলা কৃষিপন্য উপকারভোগীরা পথেঘাটে যেন বাধাগ্রস্ত না হয় এবং বিক্রি করতে না পেরে নস্ত না হয় সবাই মিলে কৃষিপন্যকে নিয়ে জোরদার করতে হবে বলে জানান তিনি।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com