
রুমা প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলায় এক বসতঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ২৩ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (১০ নভেম্বর) সকালে রুমা উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ক্যবোওয়া পাড়ায় বসতবঘে চুলা থেকে অগ্নিসংযোগ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরসহ ঘরের ভেতরের মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, নথিপত্র ও গৃহস্থালি জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
জানা গেছে, ক্ষয়ক্ষতি পরিবারের নগদ অর্থ ১৩লাখ, সোনা ৩ ভরি ও নতুন বসতঘর নির্মাণে কাঠ সংগ্রহ ছিল।
রুমা থানার অফিসার ইনচার্জ মো. সোহরাওয়ার্দী বলেন, আগুন লাগা ঘটনাটি শুনেছি আমি বিষয়টি ঘটিয়ে দেখছি।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com