

।।বিশেষ প্রতিনিধি।।
বান্দরবানে রুমায় উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বিকাল তিনটায় রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে অনূর্ধ্ব-১৭ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজেল হোসেন, প্রানীসম্পদ কর্মকর্তা সুকান্ত দেব, ভিডিপির কর্মকর্তা ইমন দত্ত, ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা, সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা, ৩নং রেমাক্রী প্রাংসা চেয়ারম্যান জিরা বম, গালেঙ্গা চেয়ারম্যান মেনরত ম্রোসহ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী এই খেলায় দুটি দল অংশগ্রহন করেন। প্রথমার্ধ্বে ৩ নং রেমাক্রী ইউনিয়নকে ৩-২ গোলের পরাজিত করে পাইন্দু ইউনিয়ন পরিষদ একাদশ। অপর দিকে দ্বিতীয়র্ধ্বে টুর্নামেন্টের রুমা সদর ইউনিয়ন পরিষদ একাদশকে ২-০ গোলে পরাজিত করে গালেঙ্গা ইউনিয়ন পরিষদ একাদশ। পরে এই দুটি দল ফাইনালে স্থান নিশ্চিত করেন।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com