বিশেষ প্রতিবেদক।।বান্দরবান।।
সীমান্ত অঞ্চলে সক্রিয় চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত কুখ্যাত ডাকাত শাহীন বাহিনীর অন্যতম সহযোগী নুরুল আবছার (৩৪) কে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে কক্সবাজার জেলার রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামে অভিযান চালিয়ে আবছারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি ও ৬টি খালি খোসা উদ্ধার করা হয়।
আটক নুরুল আবছার, বোমাংখিল গ্রামের ফরিদুল আলমের পুত্র। তিনি চলতি বছরের ২১ জুলাই জামছড়ি বিওপির অভিযানে জব্দকৃত ৯ হাজার পিস বার্মিজ ইয়াবা মামলার (মামলা নং-১৩, তারিখ: ২১ জুলাই ২০২৫) পলাতক আসামি ছিলেন।
বিজিবি আরও জানিয়েছে, ২০২৪ সালের ১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যা মামলায় ডাকাত শাহীনের বাহিনীর সাথে সরাসরি জড়িত ছিলেন আবছার। সীমান্তে গরু ও মাদক চোরাচালানে শাহীনের অন্যতম সহযোগী হিসেবেও তার ভূমিকা ছিল।
১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. কে. এম. কফিল উদ্দিন কায়েস জানান, “আবছার দীর্ঘদিন ধরে সীমান্ত ও পাহাড়ি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়। মিয়ানমার থেকে আনা গরুর খামারে সে ম্যানেজারের দায়িত্ব পালন করত এবং ডাকাত শাহীনের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে জড়িত ছিল।”
বর্তমানে আটককৃত নুরুল আবছারকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com