সাইফুল ইসলাম।।রামগড়।।
পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে অবস্থিত স্থলবন্দর ও মৈত্রী সেতু ১ পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকারের নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবঃ ড. এম সাখাওয়াত হোসেন, রবিবার (১২ জানুয়ারী) দুপুরে তিনি স্থল বন্দরে পরিদর্শনে আসেন।
নিমার্ণাধীন স্থলবন্দর কাজ পরিদর্শন শেষে বন্দর চালুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন -স্থল বন্দর ব্যবহার করে বাংলাদেশ কতটুকু উপকৃত হবে তা নির্ণয় করতে কমিটি গঠন করা হবে এবং স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ও ভারত সরকারের বিনিয়োগের পাশাপাশি বিশ্ব ব্যাংকের ঋণ রয়েছে, এসব বিষয় মাথায় রেখে কমিটি যে সুপারিশ করবে তা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেয়া হবে।
এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান,খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com