সাইফুল ইসলাম।।রামগড়।।
যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যদিয়ে খাগড়াছড়ির রামগড়ে ৫৩তম মহান বিজয় দিবস ২০২৪ পালিত হয়েছে। এসময় ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে লেকস্থ বিজয় ভাস্কর্যে প্রথমে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়।
পরে রামগড় উপজেলা ও পৌর বিএনপি, জিয়া পরিষদ উপজেলা- পৌর শাখা, রামগড় থানা, পৌরসভা, প্রেসক্লাব সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর সামাজিক-সাংস্কৃতি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com