সাইফুল ইসলাম।।রামগড়।।
খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার অধিনস্থ ৭নং ওয়ার্ডে রেহেনা বেগম (৪৫) স্বামী মোস্তফা মিয়া, ও আমেনা বেগম (১০০) স্বামী মৃত মীর হোসেন মা,মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ, বৃহস্পতিবার (২১ আগস্ট) বাগান টিলা নামকস্থান থেকে এ ২টি লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম,এবং উপজেলা বিএনপি সভাপতি মোঃ জসিম উদ্দিন।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান বাগান টিলা নামক স্থান থেকে দুই মহিলার গলা কাটা লাশ, উদ্ধার করা হয়েছে , জানা গেছে তারা সম্পর্কে মা_ মেয়ে এবিষয়ে তদন্ত চলছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com