সাইফুল ইসলাম।। রামগড়।।
খাগড়াছড়ি রামগড় উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ৫শকৃষককে কৃষি অফিস কর্তৃক বিনামূল্যে ২০২৪-২০২৫ অর্থ বছরের খরিপ ২ মৌসুমে প্রনোদনার আওতায় বন্যা ক্ষতিগ্রস্তের পর চাষাবাদ সচল করার লক্ষ্যে হাইব্রিট বোরো ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস মমতা আফরিন এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অধিদপ্তর রামগড় এর উদ্যোগে (বৃহস্পতিবার)২৮ নবেম্বর সকাল ১০টার সময় বীজ সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রাশেদ চৌধুরী,সমাজ সেবা অফিসার আজিজুর রহমান, সহকারী কৃষি সম্পসারণ কর্মকর্তা লুৎফর করিম মজুমদার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল হক,পাহাড়িয়া সোসাইটির চেয়ারম্যান মোশাররফ হোসেন সহ বিভিন্ন ব্লকের সহকারী কৃষি অফিসার (এসএএও)বৃন্দ কৃষক ও সাংবাদিক বৃন্দ।
রামগড় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রাশেদ চৌধুরী জানান এ ধাপে আমরা রামগড় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৫শ কৃষককে বিনামূল্যে সার বীজ বিতরণ করবো। আজকে থেকে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com