সাইফুল ইসলাম।।রামগড়।।
খাগড়াছড়ির রামগড়ে ইট ভাটায় অভিযানের ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায় করা হয়। আজ সোমবার (২৩ডিসেম্বর) দুপুরে রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন উপজেলাধীন ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
সূত্রে জানা গেছে, অভিযানে ৫ টি ইট ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লংঘন করায় ১/ আপন ব্রিকস ২/ মেঘলা ব্রিকস ৩/ নুরজাহান নুর ব্রিকস ৪/ হাজেরা ব্রিকস ৫/ নুরুল ইসলাম ব্রিকসকে মোট ৫ (পাঁচ)টি পৃথক মামলায় মোট ৪(চার লক্ষ টাকা) অর্থদন্ড আদায় করা হয়। এসময় রামগড় ফায়ার সার্ভিস এর সহায়তায় ৪টি ইট ভাটার চুল্লী পানি দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং আইন অমান্য করে ভবিষ্যতে ইটভাটা পরিচালনা করা হবেনা মর্মে ইটভাটা মালিকগন কর্তৃক লিখিত মুচলেকা নেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মমতা আফরিন সাংবাদিকদের জানান, জেলা প্রশাসক খাগড়াছড়ি’র নির্দেশনা অনুযায়ী আজ রামগড় উপজেলাধীন বিভিন্ন ইটভাটায় অভিযানসহ জরিমানা করা হয়।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস, সদস্য, রামগড় থানা পুলিশের একটি টিম এবং বনবিভাগের প্রতিনিধিগণ।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com