রামগড় প্রতিনিধি।। খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির রামগড়ে পুলিশের বিশেষ অভিযানে শনিবার (১৩ জানুয়ারী) অবৈধ মাদকদ্রব্য ৬০০ পিস ইয়াবা সহ মোহাম্মদ এনাম (৩০) নামে এক যুবককে আটক করেছে রামগড় থানা পুলিশ।
আটককৃত মোহাম্মদ এনাম চট্টগ্রাম জেলার দাঁতমারা ভূজপুর থানার বাসিন্দা মুকবুল আহমেদ এর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) মহসিন মোস্তফার সঙ্গীয় ফোর্স রাতে রামগড় পৌরসভার ২নং ওয়ার্ড সুকেন্দ্রাই পাড়া লেকের সামনে থেকে তাকে আটক করে।
রামগড় থানা সূত্রে জানা গেছে, আটককৃত মোহাম্মদ এনাম এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধনী/২০২০) ৩৬(১) এর সারণির ১০(ক)/৪১ রুজু করা হয়। আসামীকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ স্কার্টের মাধ্যমে রবিবার (১৪ জানুয়ারী ) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com