
।।সাইফুল ইসলাম রামগড়, প্রতিনিধি।।
খাগড়াছড়ির রামগড়ে দীর্ঘ ১৮ বছর পর আওয়ামীলীগের দখলে থাকা উপজেলা বিএনপির কার্যালয়টি দখলমুক্ত করা হয়, ১৫ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে দোয়া ও মোনাজাতে মধ্যেদিয়ে কার্যালয়টি উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন রোড় নামকস্থানে আনুষ্ঠানিকভাবে এ কার্যালয় উদ্বোধন করা হয়।
পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত উল্লাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত মোর্শেদ ভুঁইয়া,প্রমুখ। এছাড়াও উপজেলা, পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা জিয়া পরিষদ, শ্রমীকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com