।।রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলীর উপজেলা সীমান্ত সড়কে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুই জন।
বুধবার (২৯ মে) রাতে বিলাইছড়ি-শুক্কুরছড়ি ৪ কিলোমিটার পশ্চিমে রাজস্থলীর সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন- নবী হোসেন (২৮) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুব পালন গ্রামের বাসিন্দা জাপর আহম্মদের ছেলে বলে জানা গেছে।
আহতরা হলেন- মোহাম্মদ কালামিয়া (৪০) অপরজন একই গ্রামের মোহাম্মদ ইয়াসিন।
স্থানীয়রা জানান, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে পিকআপ গাড়িটি রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল। শুক্কুরছড়ি ৪ কিলো নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক নবী হোসেন নিহত হন।
রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্ব-রত চিকিৎসক নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার রাত হাসপাতালে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে তিনজন রোগী আনা হলে ১ জনকে মৃত পাওয়া যায়। অপর দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নবী হোসেন নামে এক যুবক মারা গেছেন। আহতদের উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com