উচ্চপ্রু মারমা।।রাজস্থলী।।
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর জামতলা এলাকায় সিএনজি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. হানিফ মিয়া (৫৮) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯ টায় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হানিফ মিয়া চট্রগ্রাম জেলার রাঙুনিয়া উপজেলার মরিয়ম নগর পরস পাড়া গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে।
স্থানীয়ারা জানায়, রাঙ্গুনিয়া চৌমুহনী থেকে রাজস্থলীর অভিমুখে আসার পথে সিএনজি অটোরিকশার মুখোমুখি আরেক টি সিএনজি অটোরিক্সার সংঘর্ষ হয়। সংঘর্ষে হানিফ সওদাগর (মাছ ব্যবসায়ী) গুরুতর আহত হলে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টান হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে চন্দ্রঘোনা খ্রীষ্টান হাসপাতালের পরিচালক ডা, প্রবীর খিয়াং জানান, দুর্ঘটনা কবিলত এলাকা থেকে আহত হানিফ কে চিকিৎসার জন্য আনা হলে তিনি পথে নিহত হন। নিহতের লাশ তার বাড়িতে নেওয়া হয়েছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com