উচ্চপ্রু মারমা, রাজস্থলী।।
রাঙ্গামাটি রাজস্থলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সজীব কান্তি রুদ্র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সফিউল্লাহ সিবলী।
এছাড়াও রাজস্থলী থানা ভারপ্রাপ্ত ককর্মকর্তা ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, উপজেলা বিএন পির সদস্য জিকো দে , বাংলাদেশ জামায়াত ইসলামী রাজস্থলী উপজেলা শাখা আমির মাওলানা ফরিদুর ইসলাম,মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবুল খায়ের সাংবাদিক হাবীবুউল্লাহ মেজবা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিজয়ের মাত্র ২ দিন আগে পাকিস্তানি হানাদার শত্রুরা বাংলাদেশর বুদ্ধিজিবীদের পরিকল্পিতভাবে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চেয়েছিল।
।বক্তারা আরও বলেন শহীদ বুদ্ধিজীবীরা যেমন জীবন দিয়ে স্বাধীনতাকে রক্ষা করেছেন আমরাও জীবন দিয়ে হলেও দেশ ও দেশের স্বাধীনতাকে রক্ষা করব।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com