উচ্চপ্রু মারমা।।রাজস্থলী।।
রাঙামাটির রাজস্থলী-বাঙালহালিয়া সড়কে( ভিজিডি) দুঃস্থ নারীদের বরাদ্ধ কৃত চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে।
বুধবার (১১ জুন ) বেলা দুই টায় ওগারী পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা যায়, সরকার কর্তৃক দুঃস্থ নারীর জন্য চলতি মাসের বরাদ্ধ কৃত চাল ভত্তি ( ট, ১১৭১৯৬) নং ট্রাক টি রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে যাচ্ছিলো। চাল নিয়ে ট্রাকটি উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়ায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে ট্রাকটি উঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যায়।
ঘটনা স্থল পরিদর্শন করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) সজীব কান্তি রুদ্র। তিনি বলেন ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে এসে চাল গুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে পৌছানের ব্যবস্থা করেছি। ক্ষতি হওয়া চাল গুলো খাদ্য গুদামে নেওয়ার ব্যবস্থা করে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি এল এসডির) নিকট বুঝায় দেওয়া হবে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com