উচ্চপ্রু মারমা, রাজস্থলী ।।
রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের শীলছড়ির খিয়াং পাড়ায় রান্নার চুলার আগুন লেগে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত এগারোটা দিকে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের শিলছড়ি খিয়াং পাড়ার অংফু খিয়াংয়ের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অংফু খিয়াংয়ের বসতঘরে রান্না ঘরের চুলা থেকে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ায় পাশের চিংহ্লাঅং খিয়াং ও সাজাই খিয়াংয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পুড়ে যাওয়া বাড়ির মালিক সাজাইউ খিয়াং বলেন, অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, স্বর্নালংকারসহ পুড়ে ছাই হয়ে গেছে। আমরা বাড়ি থেকে কিছুই বের করতে পারিনি।এই অগ্নিকাণ্ডে প্রায় ৮ -১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতির হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনে মানুষ হতাহতের কোন ঘটনা ঘটেনি।
রাজস্থলী ফায়ার স্টেশন অফিসার আবদুল গনি জানান, ঘিলাছড়ি খিয়াং পাড়ার বসতবাড়িতে আগুন লাগার খবর আমরা পাইনি। খবর পেলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যেতাম।
অগ্নিকাণ্ডের বিষয়ে ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, অংফু খিয়াংয়ের বাড়ির রান্না ঘরের চুলা থেকে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয় বলে আমি জেনেছি। মুহূর্তের মধ্যে আগুনে পাশাপাশি থাকা ৩টি বসতবাড়ি পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com