উচ্চপ্রু মারমা।।রাজস্থলী।।
বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সারাদেশের ন্যায় একযোগে ৫২৭ টি উপজেলায় কাব শিশুদের মিলনমেলা ‘কাব কার্নিভাল-২০২৫’ সোমবার (২৩ জুন) অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হল হতে সারাদেশে ভার্চুয়ালি এই কাব কার্নিভালের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটস রাজস্থলী উপজেলা শাখার আয়োজনে রাজস্থলী উপজেলার আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়।
এতে রাজস্থলী উপজেলার ১৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন কাব এবং ৩০ জন ইউনিট লিডার অংশ নেন। ৬ স্টেশনে ভাগ হয়ে কাব শিশুরা তাদের বিভিন্ন পারদর্শিতা যেমন তীর নিক্ষেপ, মাছ শিকার, বল নিক্ষেপসহ বিভিন্ন পারদর্শিতা পরিবেশন করে।
এর আগে একই দিন সকাল সাড়ে ১০টায় জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে রাজস্থলী উপজেলা পর্যায়ে এই কাব কার্নিভালের উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।
এ সময় তিনি বলেন, আজকের শিশুরা সু- নাগরিক হিসেবে গড়ে উঠবে, তাদের কোন অভাব অনটন থাকবে না। উন্নত বাংলাদেশের জন্য সুস্থ সবল মেধাবী জাতি দরকার। তাই আজকের এই কার্নিভালের মাধ্যমে শিশুরা আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিময় চাকমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক, শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন, উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক জাহিদুল আলমসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাব শিক্ষকরা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক উজ্বল কুমার তঞ্চঙ্গ্যা।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com