তুফান চাকমা।।রাঙ্গামাটি।।
রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কর্তৃক বার্ষিক বনভোজন উদযাপন করা হয়েছে।
শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি সদর উপজেলাধীন রাঙ্গা ব্যাসক্যাম্প রেস্টুরেন্টে এ বনভোজনের আয়োজন করা হয়।
রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা ডিজিএফআই কমান্ডার কর্নেল. মোঃ আনোয়ারুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু হানিফ ও বিচারকবৃন্দ প্রমুখ।
এ উপলক্ষে দিনব্যাপী নানান আয়োজনের মধ্যে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ ও র্যা ফেল ড্র। পরে অতিথিরা ১৪জন বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com