জেলা প্রতিনিধি।।রাঙ্গামাটি।।
বড়ইছড়ি – ঘাগড়া – রাঙামাটি সড়কের কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারা এলাকায় সড়ক ধ্বসে পড়ায় রবিবার (১৮ আগস্ট) সকাল হতে এই সড়কে শুধুমাত্র মোটর সাইকেল ব্যতিত সব ধরনের যান চলাচল বন্ধ আছে।
আরো বিষয়টি নিশ্চিত করে বড়ইছড়ি সিএনজি চালক সমিতির সভাপতি আমীর হোসেন বলেন, গত কয়েকদিনের অতি ভারী বর্ষণে বড়ইছড়ি- ঘাগড়া – রাঙামাটি সড়কের কুকিমারা এলাকায় সড়ক ধ্বসে পড়ায় রবিবার সকাল হতে এই সড়কে মোটরসাইকেল ব্যতিত বাকি সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
সিএনজি চালক হেমন্ত তনচংগ্যা এবং বড়ইছড়ি- রাঙামাটি বাস মালিক সমিতির লাইন ম্যান মো: মোজ্জামেল হক বাহাদুর গণমাধ্যম কে বলেন, এতদিন ঝুঁকিপূর্ণ ভাবে এই জায়গায় আমরা যান চলাচল করলেও গত কয়েকদিনের অতি বৃষ্টিতে সড়কের কুকিমারা এলাকায় সড়কটি ধ্বসে রবিবার সকাল হতে যান চলাচল বন্ধ দেখা যায়।
রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের ( সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমার সাথে রবিবার (১৮ আগস্ট) সকালে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই মুহূর্তে আমি সহ সওজ এর কর্মীরা কুকিমারা এলাকায় অবস্থান করছে। আমরা মেরামতের কাজ করছি, আশা করছি আজ (রবিবার) ৫ টার মধ্যে ভাঙা অংশের কাজ মেরামত করে যান চলাচল উপযোগী সচল করা হবে বলে জানা যায় ।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com