
রাঙ্গামাটি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রীজ পাড়ায় ইউপিডিএফ প্রসিত দলের দুই সদস্য দীপায়ন চাকমা (৪০) ও আশিষ চাকমা (৩৫) দুজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
৪ ফেব্রুয়ারী রোববার দুপুর ২টা দিকে এই ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করে সাজেক থানার পুলিশ।
সাজেক থানার সার্কেল এএসপি ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত সন্ত্রাসিদের গুলিতে ইউপিডিএফ প্রসিত দলের দুইজন নিহত হয়েছে সংবাদ পাওয়ার পরপরই সাজেক থানা থেকে পুলিশ ঘটনা স্থলে পৌছে আইনি প্রক্রিয়া শুরু করেছে।
এদিকে আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারী তিন দিনের আবকাশ যাপনে মহামান্য রাষ্ট্রপ্রতি মো: সাহাব উদ্দিন সাজেক যাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে এধরণের হত্যাকান্ডের মূলে কারা রয়েছে এখনো নিশ্চিত করেনি পুলিশ।
তবে ইউপিডিএফের দাবী জেএসএস সন্তু লারমা লোকজন এই হত্যার সঙ্গে জড়িত তবে ইউপিডিএফ এর অভিযোগ অস্বীকার করে জেএসএস সন্তু লারমা দলের সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা বলেন, সাজেক এলাকায় জেএসএসের কোন সাংগঠনিক কার্যক্রম নাই। ইউপিডিএফ এর অভিযোগ ভিত্তিহীন।
নিহত দু'জনের পরিচয়, ইউপিডিএফ আশিষ চাকমা (৪৫) পিতাঃ মৃত শান্তি কুমার চাকনা গ্রাম মোরঘোনা ২নং ওযার্ড ৩৪ নং রুপাকারি ইউনিয়ন বাঘাইছড়ি রাঙ্গামাটি। অপর একজন দিপায়ন চাকমা(৩৮) পিতা মৃত অনিল বরন চাকমা গ্রাম উত্তর এগুজ্জ্যাছড়ি ৫নং ওযার্ড ৩৬নং সাজেক ইউনিয়ন বাঘাইছড়ি রাঙ্গামাটি।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com